মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান

শেয়ার

মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। বুধবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশে মানবাধিকার, মৌলিক অধিকার ও আইনের শাসনের বিপজ্জনক অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘঠনায় তারা উদ্বিগ্ন। এতে আরো বলা হয়, জাতীয় নির্বাচন আগে দেশটিতে বিরোধী দলের আনুমানিক ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া নির্বাচনকেন্দ্রীক সহিংসতায় ৫৬ জন নিহতের এবং রাজনৈতিক বন্দীদের নির্যাতন ও চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বলপ্রয়োগের ব্যাপারেও উদ্বিগ্ন জানান জাতিসংঘের বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.