স্টাফ রিপোটার: মাদারীপুর সদরের সমাদ্দার এলাকায় যাত্রীবাহী বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনায় আরো তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ এ। এ ঘটনায় আহত হয়েছে আরো অর্ধশত। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে ঝালকাঠি যাচ্ছিল সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুপুরের দিকে ওই এলাকার একটি ব্রিজের উপর বাসটি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। পরে আরো তিনজনের লাশ উদ্ধার হয়।