মাদক নির্মূলে ইবির রাসেল হলে শিক্ষার্থীদের অভিযান 

শেয়ার

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে অভিযান চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সন্দেহের ভিত্তিতে হলের কয়েকটি কক্ষে অভিজান চালানো হয়। এতে হলের ৪০২ নম্বর রুমে অবস্থানরত সিফাত (টিএইচএম ২০২১-২২) এর সিট থেকে গাঁজা উদ্ধার করেছেন তারা।

জানা যায়, শিক্ষার্থীদের ১০-১২ জনের একটি দল বিভিন্ন রুমে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে ৪০২ নম্বর রুমে তীক্ষ্ণ গন্ধ পায় তারা। অনুসন্ধান করে ঐ রুমের একটি বেডের নিচ থেকে কাগজে মোড়ানো গাঁজা উদ্ধার করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, “বিগত সরকারের অধীনে যারা রাজনৈতিক অপব্যবহার করে, সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতন চালায় আমরা চাইনা তারা হলে অবস্থান করুক। এছাড়া মাদকাসক্ত, বহিরাগত ও ছাত্রলীগের অপরাজনীতি কর্তৃক সিট প্রাপ্তদেরকেও হল ছাড়তে হবে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলমান থাকবে।” অভিযুক্ত শিক্ষার্থী বলেন, “আমি দুইদিন হল এই রুমে আসলাম। এখানে কিছু পাওয়া গেলে এর দায়ভার আমি কেন নেব?” অভিযান শেষে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীর পরামর্শক্রমে দায়িত্বপ্রাপ্ত আনসারদের নিকট মাদকদ্রব্য হস্তান্তর করেন।

উল্লেখ্য, এর আগেও ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে অভিযান চালানো হয়। এসময় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল ও নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.