বিপিএলের দশম আসরে বড় ধরনের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে না তা অনুমেয় ছিল। তবে ছোট পরিসরে কিছু করার আভাস দিয়েছিল বিসিবি। অবশেষে আজ তাই দেখা গেল। প্রথম ম্যাচের টসের আগে মাঠের একপাশে চলে ছোট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানের সাজ সাজ রব। উইকেটের একপাশে সারি সারি করে সাজানো কয়েকটি বিশাল আকৃতির ডিজে বক্স, সঙ্গে হরেক রঙের বেলুনের ফানুস। এর সামনে লাল কার্পেটে ছোট দুটি ডায়াস। এমন উৎসবমুখর পরিবেশে একপাশে রেখে উইকেটে টস হয়ে গেলো। যেখানে নবাগত দুর্দান্ত ঢাকা টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হচ্ছে এ মৌসুমে নবাগত দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।