রামগতি:
মানবতার সেবার লক্ষ্যে উৎসর্গ বাংলাদেশে’র উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় রামগতির হাটে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় রামগতি বিবিকে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।
দুই শতাধিক শিক্ষার্থীকে রক্তের গ্রুপ নির্ণয় করার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ চরগাজী ইউনিয়ন শাখা।
এদিকে রামগতির পৌর আলেকজান্ডারে গণ উন্নয়ন গ্রন্থাগারের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। আসম আবদুর রব সরকারি কলেজ মাঠে ওই ফ্রী ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়।