ঢাকা:
সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে ২০১৭ সালের হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়বে।
আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত বছরের তুলনায় এবার খরচ সামান্য বেড়েছে।