মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেয়ার

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থী ২০২৪ এর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম শাহাজান মিয়া। বিশেষ অতিথি ছিলেন ২নং ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাসেম মাতব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, মনেয়ারা বেগম মহিলা কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ সহকারী শিক্ষক মন্ডলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগ সহ-সভাপতি বলেন, আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের (শিক্ষার্থী) শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদান সহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.