কমলনগরের বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

শেয়ার

পল্লী নিউজ ডেক্স:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

উপজেলা পরিষদ আয়োজিত এ বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক একেএম জায়েদ বিল্লাহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.