ভুলুয়া নদীর বাঁধ কেটে আমাদের বাঁচান” কমলনগরে পানিবন্দি মানুষের আকুতি

শেয়ার

শাহরিয়ার কামাল, বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে বন্যা পরিস্থিতি বয়াবহ রুপ নিয়েছে। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে জমে থাকা কোমরসম পানিতে বন্ধি রয়েছে অন্তত ৫০ হাজার মানুষ। ভুলুয়া নদীর অবৈধ বাঁধগুলো কেটে দিলে দ্রুততম সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

কমলনগর ও রামগতি উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় ৭১ কিলোমিটার দীর্ঘ ও ৫০০ মিটার প্রস্ত একসময়ের খরস্রোতা ভুলুয়া নদীটি এক শ্রেণীর প্রভাবশালী সিন্ডিকেট নদীটির গতিপথ দখল করে বাড়িঘর নির্মাণ, অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ, মাছের ঘের তৈরি, অসংখ্য বেলজাল বসিয়ে মাছ শিকার এমনকি পানি নেমে যাওয়ার পথ না রেখে কোথাও কোথাও দু’পাশ দখল করে সরু নালা করে পেলেছেন। যে কারণে বর্ষা এলেই গ্রামের পর গ্রাম পানিতে প্লাবিত হয়।

জানা গেছে, জানমাল ও ফসল রক্ষায় ভুলুয়া নদীটি খনন করে পানিপ্রবাহের পথ সচল করতে এ অঞ্চলের মানুষ একাধিকবার মানববন্ধন কর্মসূচিসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিস ও দপ্তরে স্মারকলিপি দিলেও কোনো কাজ হয়নি।

সচেতন মহলের মতে, চলমান বিপর্যয় মুহুর্তে ভুলুয়া নদীর বাঁধ কেটে দেওয়া খুবই জরুরী। বাঁধ কেটে দিলে জমে থাকা বন্যার পানি অল্প সময়ে মেঘনা নদীতে চলে যাবে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে মানুষগুলো বাঁচবে। তাছাড়া খনন ও দখলমুক্ত হলে এ অঞ্চলের কৃষিকাজে আমূল পরিবর্তন আসবে। ভাগ্য বদলাবে কৃষকের। বর্ষায় আর এমন জলাবদ্ধতারও সৃষ্টি হবেনা বলে জানান তারা।

রবি-সোমবার সারাদিনের টানা বৃষ্টি আর পূর্ণিমার প্রভাবে সৃষ্ট মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় আরও আতংকিত হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। টানা পানিবন্দি আর পশুখাদ্যের অভাবে মরতে শুরু করেছে গরু ছাগল হাস মুরগী। চুলোতে আগুন না জ¦লায় অনাহার অর্ধাহারে শিশু বয়ো:বৃদ্ধ ও প্রসূতি নারীদের দু:খ কষ্টের শেষ নেই। দু’উপজেলায় পঁচে গেছে প্রায় ২ হাজার ৫শ’ হেক্টর আমন ধানের বীজতলা, পুকুর, ডোবা-নালা, পথঘাট, টিউবওয়েল রাস্তাঘাটসহ সবকিছুই পানিতে তলিয়ে আছে।

এমতাবস্থায় পানিবন্দি বেশিরভাগ মানুষ আশ্রয় নিয়েছে বেড়িবাঁধের ঢালে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী এলাকার আত্মীয়স্বজনের বাড়িতে। বয়াবহ এ সংকট মুহুর্তে উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শুকনো খাবার দিয়ে বন্যার্তদের পাশে দাড়ালেও পানিবন্দির এ পরিস্থিতি থেকে বাঁচার আকুতি বানভাসিদের।

সোমবার বিকালে সরেজমিনে উপজেলার চরকাদিরা এলাকার বাদামতলী, বটতলি,চরবসু এলাকায় গেলে একাধিক পানিবন্দি লোকজন তাদের মানবেতর ও কষ্টের কথা জানিয়ে বলেন, আমরা পানিবন্দি হয়ে স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে মারাত্বক কষ্টে আছি। মাটির চুলো পানিতে নষ্ট হয়ে গেছে। রান্না হচ্ছেনা। ঘুমাতে পারছিনা। ত্রাণ সহায়তার শুকনো খাবার খেয়ে আর পারছিনা আমরা । তারা আরও বলেন, কিছু সংখ্যক দখলদার ভুলুয়া নদী বাঁধ দিয়ে পানি সরার পথ বন্ধ করার কারণে আমরা অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছি। “আমরা ত্রাণ সহযোগিতা চাইনা,পানিবন্দি থেকে বাঁচতে চাই” এসময় দ্রুতসময়ে ভুলুয়া নদীর অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি সরানোর জন্য প্রশাসনের কাছে মিনতি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, অবৈধ দখলদার যেই হোক, তাদের বিবুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুলুয়া নদী পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ডেলিকেটেড প্রকল্প গ্রহণ করা দরকার। বন্যার্তদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, উপজেলা প্রশাসন শুরু থেকেই বন্যার্তদের পাশে দাড়িয়েছে শেষ পর্যন্ত পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.