ভুলুয়া নদীর প্রবাহ নিশ্চিত করে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট

শেয়ার

মনুষ্যসৃষ্ট বন্যা নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীসহ সকল খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেইনী ঘোষনা করা হবে না মর্মে রুল জারি করেন।

আদেশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ভুলুয়া নদীর দখল বিষয়ে তদন্ত-পুর্বক ১০ কর্মদিবসের মধ্যে দখল উচ্ছেদ করে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে মহামান্য হাইকোর্টকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।

মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসান মহোদয়ের দ্বৈত বেঞ্চ আজ ৫ সেপ্টেম্বর এ আদেশ দেন। রিটটি জনস্বার্থে এডভোকেট আবদুস সাত্তার (পালোয়ান) দায়ের করেন এবং নিজেই শুনানী করেন।

এর আগে গত ২৬ আগস্ট পল্লী নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর এডভোকেট আবদুস সাত্তার (পালোয়ান) এর নজরে আসলে তিনি নিজে উদ্যেগ নিয়ে ৪ সেপ্টেম্বর হাইকোর্টে তা দাখিল করেন।

উল্লেখ্য, নোয়াখালী লক্ষীপুরের গুলুয়া নদীর তীরে ৩ লাখ মানুষ দীর্ঘ ৪৫ দিন যাবত পানি বন্দী হয়ে মানবতার জীবন যাপন করছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.