এ রকমটা যে হবে তা ভাবতেই পারেননি ভিকি কৌশল। সদ্য শেষ করেছেন ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং। পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে জুটি বেঁধে ফের নতুন অবতারে দেখা যাবে ভিকিকে। হাতেও রয়েছে সারা আলি খানের সঙ্গে নতুন আরেক ছবি। কিন্তু তারই মাঝখানে খারাপ খবর। ভিকি হাত থেকে ফসকে গেল তার স্বপ্নের ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’। বলিউড গুঞ্জনে এমনটাই শোনা যাচ্ছে।
‘উরি’ ছবির পরিচালক আদিত্য ধর বহুদিন ধরেই পরিকল্পনা করছিলেন তার স্বপ্নের ছবি ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ তৈরির। কিন্তু করোনা আবহে হঠাৎ করেই সেই প্ল্যান থমকে যায়।
শোনা যাচ্ছে, প্রযোজক রনি স্ক্রুওয়ালাও এই ছবি থেকে পিছিয়ে আসেন। সম্প্রতি জিও স্টুডিও পরিচালক আদিত্য ধর এই ছবিকে সবুজ সংকেত দেখিয়েছেন। তবে নতুন প্রযোজকের সঙ্গে সঙ্গে কাস্টিংয়েও বদল এসেছে।
ভিকি কৌশলকে বাদ দিয়ে এই ছবিতে এন্ট্রি নিচ্ছেন রণবীর সিং।
তার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন আদিত্য। চিত্রনাট্যও পছন্দ রণবীরের। তবে এখনও তিনি পুরোপুরি হ্যাঁ করেননি। কিন্তু ছবি থেকে যে ভিকি কৌশল বাদ পড়েছেন তা নিশ্চিত।