ভালো কাজের জন্য শ্রেষ্ঠ সাইফুদ্দিন হাওলাদার

শেয়ার

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন সদর ট্রাপিক পুলিশের এ.টি.এস.আই মোঃ সাইফুদ্দিন হাওলাদার।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় এ.টি.এস.আই মোঃ  সাইফুদ্দিন হাওলাদারকে ভালো কাজের জন্য দায়িত্ববান পুলিশ হিসেবে ঘোষণা করা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসিক কল্যাণ ও সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক সঠিকভাবে দায়িত্ব পালন করায় মোঃ  সাইফুদ্দিন হাওলাদারকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, মেডিকেল অফিসার মো. বাকী বিল্লাহ, ডিআইও-১ মো. আজিজুর রহমানসহ প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.