ভালোবাসা পেতে হলে
আবদুল ওয়ারেছ
ভালোবাসা পেতে হলে
কেমন হতে হবে?
একটু ভেবে দেখলে তুমি
জবাব পাবে তবে।
সত্য পথে চলতে হবে
মিথ্যা পায়ে দলে,
জীবনটাকে গড়তে হবে
রঙিন ফুলে ফুলে।
লেখা পড়া করতে হবে
দিয়ে মনোনিবেশ,
নতুন করে গড়তে হবে
সোনার বাংলাদেশ।
গরীব দুঃখী সবাইকে
বাসতে হবে ভালো,
গুছতে হবে সমাজের
যত আধার কালো।
মনটা বড় করতে হবে
সকল মহৎ কাজে,
প্রাণটা খুলে হাসতে হবে
শত দুঃখের মাঝে।
মন্দ হতে থাকবে দূরে
মোহ দেকনা তাড়া,
মহৎ কাজে আসলে ডাক
দিতে হবে সাড়া।
পরনিন্দা মন্দ কথা
করতে হবে বন্ধ,
অবসান করতে হবে
যত আছে দ্বন্দ্ব।
নিরাশা রুখতে হবে
তুলে বিজয় নিশান,
নতুন করে গাইতে হবে
সফলতার গান।
সালাম শ্রদ্ধা করতে হবে
গুরুজন পেলে,
এইতো মোদের সোনার ছেলে
সবাই যেন বলে।
আবদুল ওয়ারেছ প্রভাষক (ইংরেজি) হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসা কমলনগর, লক্ষ্মীপুর।