ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে আর দিন দশেক বাকি। কিন্তু এখনো নাকি ভারতে যাওয়ার ভিসাই পায়নি পাকিস্তান দল! খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান দল এখন টেনশনে পড়ে গেছে। এমনিতেই দুই দেশের বৈরি সম্পর্ক; তার ওপর ভিসা জটিলতা তৈরি হলে বাবর আজমদের বিশ্বকাপ খেলাই কঠিন হয়ে যাবে। তাই বিষয়টি সমাধানের জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান দলের পরিকল্পনা ছিল, ভারতে যাওয়ার আগে দলের সংহতি বাড়াতে সবাই মিলে দুবাইয়ে ছুটির মেজাজে দুই দিন কাটানোর। সেখান থেকেই হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ভিসা জটিলতার কারণে দুবাইয়ের সেই পরিকল্পনা ব্যহত হয়েছে।
ভিসা না পাওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ খেলে দেশে ফেরার পরই আমরা ভিসার আবেদন করেছিলাম। পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও ভিসা পাইনি। ফলে দুবাইয়ে দলের যে পরিকল্পনা ছিল সেটা বাতিল করতে হয়েছে। বিশ্বকাপের আগে এগুলো মেনে নেওয়া যায় না। আমরা আইসিসিকে সব জানিয়েছি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার আবেদন করেছি।