মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এবং আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সংযুক্ত জাজির খালের পানি বৃদ্ধি পাওয়ার কারণে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে বুধবার পর্যন্ত উপজেলার মোগড়া ইউনিয়নের টানোয়াপাড়া গ্রামে দুটি জায়গায় হাওড়া নদীর বাঁধ ভেঙেছে, ঢলের পানিতে তলিয়ে গেছে সবজির খেত, ফসলি জমি, পুকুর গুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভেসে গেছে মৎস্য চাষীদের ৩০ থেকে ৪০ টি পুকুরের মাছ।
স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভাঙার কারণে বাউতলা,তারাগন, উমেদপুর, নীলাখাত, নয়াদিল, টানোয়াপাড়া, নোয়াপাড়া, নুনাসার, বচিয়ারা, ধাতুর পহেলা, কুসুম-বাড়ী, আদমপুর, মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ, কর্ণেবাজার, তুলাইিিশমূল ,ঘাগুটিয়া, ইটনাসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকা ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০-১০০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, এবং ওই এলাকার বসবাসরত লোকজন ঘরের মধ্যে পানি বন্দি রয়েছে।
অন্যদিকে আখাউড়া আর্ন্তজাতিক স্থলবন্দর চেকপোষ্ট এর ইমিগ্রেশনও তলিয়ে গেছে ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে। ইমিগ্রেশন এলাকার পাশ দিয়ে বয়ে চলা জাজির খাল দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে ইমিগ্রেশন সীমান্ত ঘেঁষা দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বঙ্গেরচর, সাহেব নগর এলাকায় নিম্নাঞ্চলের অসংখ্য ফসলি জমি প্লাবিত হয়েছে।
উপজেলার মোগড়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হাওড়া নদীর বাঁধ ভাঙার কারণে মোগড়া ইউনিয়নের নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে, এতে প্রায় ৭০-৮০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, ২০ থেকে ৩০ টি ঘরের মানুষ পানি বন্দি রয়েছে।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সকাল থেকে জাজির খালের পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ ইউনিয়নের তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এতে প্রায় ১০ হেক্টর জমি পানির নিচে।পানি দুই একদিনের মধ্যে সরে গেলে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না, যদি এর চেয়ে বেশি দিন থাকে তাহলে ফসল নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, ভারতীয় ঢলের পানিতে তলিয়ে যাওয়া এলাকা গুলো পরিদর্শন করেছি, পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবহিত করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।