এবার বাংলাদেশিদের ওপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। ভারতপুষ্ট স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখনও স্বাভাবিক করতে পারেনি নয়া দিল্লি। বন্ধ হয়নি সীমান্ত হত্যাও। এবার ভারতবিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল হলো বাংলাদেশি যুবকের। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের।
গতকাল (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- ভারতবিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগির। তিনি লালমনিরহাটের বাসিন্দা।
প্রতিবেদন থেকে জানা যায়, পর্যটন ভিসায় ভারতে গিয়ে আলমগির তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ভারতিবরোধী মন্তব্য করেন। যার কারণে তার ভিসা বাতিল করা হয়।
জানা গেছে, গতকাল (সোমবার) সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আলমগিরকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার। গত ৩ সেপ্টেম্বর আলমগির (৩৫) পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এর পর আগ্রায় পৌঁছন তিনি।
সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই।’