ইবি সংবাদদাতা:
মুক্তিযোদ্ধা কোটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জুলাই দুই দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৭ নম্বর কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এই দু’দিন পুরো সময় জুড়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ছিল ইবি’র ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মে’র হেল্প ডেস্ক।
এসময় সংগঠনটির সভাপতি মেজবাহুল ইসলামের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাব্বির খান, সহ-সভাপতি আব্দুল আজিজ, উপ আইন বিষয়ক সম্পাদক শেখ শামীম আহমেদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মায়মুনা সুলতানা মীম ও এরিনা সুলতানা তারিন , উপ-অর্থ বিষয়ক সম্পাদক মুসা খান ও সদস্য হিতুয়ারা খাতুনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল রোববার (২৩ জুলাই) মুক্তিযোদ্ধা কোটার ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার চলাকালীন সময়ে হেল্প ডেস্কের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সংগঠনটি। এসময় তারা শিক্ষার্থীদের সুপেয় পানি সরবরাহ, কাগজ-পত্রের সমস্যার সমাধান, আবেদনের সমস্যার সমাধান এবং সেই সাথে অভিভাবকদের বসার সুব্যবস্থা করেছিল।
সংগঠনটির সভাপতি মেজবাহুল ইসলাম বলেন, হেল্প ডেস্কের মাধ্যমে আমরা ভর্তিচ্ছুদের যাবতীয় সমস্যার সমাধান করেছি। আগামীতেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবে।