স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল বিয়ার ও দুই বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ মে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় কালাছড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল বিয়ার ও দুই বোতল হুইস্কি উদ্ধার করে।
এছাড়া একই সীমান্ত ফাঁড়ির জুনিয়র কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে বিজিবির আরেকটি দল স্থানীয় কাশিনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাত সোয়া ৮টার দিকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। আটক এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার টাকা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।