লক্ষ্মীপুর :
বৈশাখী ভাতা ও শিক্ষকদের জাতীয়করণের দাবীতে লক্ষ্মীপুরে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষকরা।
মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ কর্মসূচী পালন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রব হেলাল, স্বাধীনতা শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, শিক্ষক নেতা মোল্লা সাইফ উদ্দিন, নুর হোসেন, আজিজুর রহমান আযম, ইব্রাহিম খলিল প্রমুখ।
বক্তারা বলেন মাধ্যমিক শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছে। চলতি বৈশাখী উৎসবে সারা দেশের মানুষ যখন উৎসব করবে, তখন মাধ্যমিক শিক্ষকরা ওই উৎসবে সামিল হতে পারবে না। তাই অবিলম্বে মাধ্যমিক শিক্ষকদের বৈশাখী ভাতা ও জাতীয়করণের দাবী জানান তারা। অবস্থান ধর্মঘটে সদর উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।