বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

শেয়ার

দেশের হয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক-২০২৩ পাচ্ছেন দেশের পাঁচ বিশিষ্ট নারী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই তথ্য জানান।  

তিনি জানান, আগামী শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন এবং বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পাঁচ বিশিষ্ট নারীকে পদক দেয়া হবে।

এবার নারী শিক্ষায় রোকেয়া পদক পাচ্ছেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর)। নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর)।

এছাড়াও নারী জাগরণে উদ্বুদ্ধকরণে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে রনিতা বালা রোকেয়া পদক পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.