মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৬ জুলাই নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাটে স্হাপিত অবৈধ জাল উচ্ছেদ করণের লক্ষে মোবাইল কোর্ট / অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। খালে স্হাপিত মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী, ২টি ভেসাল জাল ও ৪৫০ মিটার কারেন্ট জাল ( মনোফিলামেন্ট) জব্দ করা হয়।
এ সময় উপস্হিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। পরে জাল গুলো উপজেলা পরিষদের সামনে সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্হিতিতে বিনষ্ট করা হয়।