বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি হারাবে পুলিশ

শেয়ার

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে ব্যাপক জনরোষের মুখে পড়ে পুলিশ বাহিনী। এতে থানা ছেড়ে পালাতে হয় তাদের। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের কাজে যোগদানের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছে। আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে তিনি চাকরি হারাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে রাজারবাগে তিনি জানিয়েছিলেন, একটি তারিখ দেওয়া হবে, সেই তারিখের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগদান না করলে ধরে নেওয়া হবে তিনি পলাতক।

পুলিশ সদস্যদের উদ্দেশে করে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.