বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফের প্রজ্ঞাপন

শেয়ার

আবরার ফাহাদ হত্যার ঘটনার পর উত্তাল বুয়েটে ২০১৯ সালে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠানটির দুজনের পদ পাওয়া নিয়ে সমালোচনার মুখে আবারও একই বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে বুয়েট প্রশাসন।

প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে বা বাইরে শিক্ষার্থীদের কেউ রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পোস্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার (১৯ জুলাই) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে। ২০১৯ সালের ১৬ নভেম্বর (আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর) একই প্রজ্ঞাপন দিয়েছিল বুয়েট কর্তৃপক্ষ। সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের বর্তমান দুই শিক্ষার্থীকে পদ দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বুয়েটে ছাত্ররাজনীতি পুনরায় প্রবেশ করাতে চাচ্ছে ছাত্রলীগ।

এরপরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং কোনো শিক্ষার্থী অনুমোদিত ক্লাব/সোসাইটি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা এর অঙ্গসংগঠনসহ অন্য কোনো সংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বর্ণিত নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং এটি অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বুয়েটের কোনো শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে তাদের সাংগঠনিক/রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে এতদ্বারা নির্দেশ দেওয়া হলো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.