বিয়ে করলেন জাতীয় দলের ওপেনার মুনিম শাহরিয়ার

শেয়ার

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে তিনি এখন জাতীয় দলের ওপেনার। জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই দেশ ছাড়বে দল। তার আগেই জীবনের নতুন ইনিংসটি শুরু করে দিলেন মুনিম।

গত ২২ জুলাই বিয়েরপিঁড়িতে বসলেন তিনি।

মুনিমের স্ত্রীর নাম ইফাত কথার। ময়মনসিংহের বাসিন্দা তিনি।  বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ইফাত। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুনিম। প্রকাশ করেছেন সহধর্মিণীর ছবি।

ছবির ক্যাপশনে মুনিম ক্যাপশনে বলেন— ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সব কিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.