বিশ্বকাপের সেমিতে বাংলাদেশকে দেখছেন ম্যাককালাম

শেয়ার

আর মাস দেড়েক পরেই ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে মাঠের লড়াই এখনও শুরু না হলেও বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বেশ।

ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা জানাচ্ছেন নিজেদের মতামত। এবার সেখানে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশের ভাল করার সম্ভাবনা দেখছেন অনেকেই। এশিয়ার মাটিতে বিশ্বকাপ ও সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভাল হওয়ায় এবার শেষ চারের দৌড়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ।

ভারতে বিশ্বকাপ হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে রোহিত-কোহলিরা। ম্যাককালামের চোখেও ভারতই হট ফেভারিট। সেই সাথে জসপ্রিত বুমরাহ ফেরায় আরও শক্তিশালী হয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন ‘আমি মনে করি ভারত অনেক শক্তিশালী দল। বুমরাহর প্রত্যাবর্তন ভারতের জন্য অনেক ভালো খবর। অনেক অভিজ্ঞ বোলার বুমরাহ। ও জানে কোন পরিস্থিতিতে কি করতে হবে। ওর ফিরে আসা স্বাভাবিকভাবেই দল হিসেবে ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়াও আইপিএলের মাধ্যমে ভারত অনেক প্রতিভা পেয়েছে। আমি মনে করি, টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত টিকে থাকতে পারবে।’

এছাড়াও বিশ্বকাপের শেষ চারে খেলবে এমন চারটি দলের নামও জানিয়েছেন ‘বাজবল’ এর আবিষ্কারক। সেরা চারে বাংলাদেশকে না রাখলেও সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে ম্যাককালাম বলেন, ‘আসলে এই বিশ্বকাপের সেরা চার বাছাই করা কঠিন।

 

ভারত তো থাকবেই। সাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ডের ভালো সুযোগ আছে। অন্যদিকে বাংলাদেশেরও ভালো সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপ সবার জন্য উন্মুক্ত, যারা ভালো করবে শেষ পর্যন্ত তারাই টিকে থাকবে।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.