বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কর্মশালা

শেয়ার

লক্ষ্মীপুর জেলায় প্রথমবারের মতো প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নেওয়ার জন্য লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সকাল ১০টা থেকে শিক্ষক ও অভিভাবক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লক্ষীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের সভাপতি ও পৌরসভার মেয়র জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্ব ও লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন,ডাঃআহাম্মদ কবীর,
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডিডি মহোদয় ডা: আশফাকুর রহমান মামুন,সহকারী সিভিল সার্জন ডা: মো: নাহিদ রাহান,শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা টিটু চন্দ্র দর,লক্ষ্মীপুর জেলা প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা তামান্না আক্তার।

এ সময় সারাদিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এগিয়ে নেওয়ার জন্য এবং বিকশিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উত্থাপন করা হয়।
প্রশিক্ষণ প্রায় ৫০ জন শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করে।।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.