বিরোধী জোটকে এক হাত নিলেন এরদোগান

শেয়ার

নির্বাচনি প্রচারাভিযানে গিয়ে বিরোধী জোটকে একহাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বিরোধী জোটের প্রার্থী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) দলের নেতা কামাল কিলিকদারোগ্লুকে জঙ্গিগোষ্ঠী পিকেকের পৃষ্ঠপোষক আখ্যায়িত করেছেন। খবর ডেইলি সাবাহর।

ইজমির প্রদেশে শনিবার এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এরদোগান এ কথা বলেন।আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দুই মেয়াদের মধ্যে এরদোগানের কাছে এবারের নির্বাচন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে।

তার অন্যতম কারণ— অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পে ব্যাপক ক্ষতি। এ ছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমা গণমাধ্যমের প্রপাগান্ডা। সব মিলিয়ে আগামী ১৪ মের নির্বাচন এরদোগানের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে অনেকেই মনে করছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.