রাজশাহী প্রতিনিধি: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন দুর্গাপুর উপজেলার ফিরোজ আহম্মেদ (২৪) নামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী। তারপর বাসা ভাড়া নিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে থাকতে শুরু করেন বগুড়ার সদর মাটিঢালি এলাকার একটি বাসায়। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় ফিরোজ আহম্মেদ। এমন অভিযোগে শনিবার বেলা ১২টার দিকে অভিযুক্ত ফিরোজের বাড়িতে অবস্থান নেয় ওই কলেজছাত্রী (২২)। অভিযুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফিরোজ আহম্মেদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রায় দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর অভিযুক্ত প্রেমিক ফিরোজের বাড়ির লোকজন ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। বিষয়টি টেরপেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ফিরোজ। ভুক্তভোগী ওই কলেজছাত্রী নাটোর জেলার লালপুর উপজেলার দুরদুরিয়া গ্রামের এক জনৈক ব্যক্তির মেয়ে। পরে এ ঘটনায় দুর্গাপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই কলেজছাত্রী।
ওই কলেজছাত্রী বলেন, দেঁড় বছর আগে ফিরোজের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এরপর সে বগুড়ার সদর মাটিঢালি এলাকার একটি বাসায় আমাকে নিয়ে যায়। আমরা সেখানে স্বামী স্ত্রীর পরিচয়ে ৩মাস থাকি। ফিরোজ আমার বাড়িতেও একাধিকবার গিয়েছেন। আমার এলাকার সবাই তাকে জামাই হিসেবে চিনেন। এরপর হঠাৎ ফিরোজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এখন তার বাড়িতে এসে দেখি ফিরোজ বিবাহিত। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। তাঁর বাড়ির লোকজন আমাকে গায়ে হাত দিয়ে জোরপূর্বক বের দিয়েছে।
ফিরোজের বাবা আব্দুল খালেক বলেন, তাঁর ছেলে বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। কিছুদিন আগে আমার ছেলেকে বিয়েও দিয়েছি। হঠাৎ গতকাল শনিবার লালপুর উপজেলা থেকে এক মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে নিজ ইচ্ছেতেই সে আমার বাড়ি থেকে চলে গেছে। কেউ তাকে জোরপূর্বক তাড়িয়ে দেয় নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরে ওই কলেজছাত্রী থানায় এসে কান্নাকাটি শুরু করে। পরে তাঁর মুখ থেকে বিস্তারীত শুনে থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#