বিমসটেক সম্মেলনে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের প্রস্তাব ঢাকার

শেয়ার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এই উদ্যোগটি বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে পারে।

আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দিতে পারেন।

বার্তাসংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হচ্ছে।

এই সম্মেলনের মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করা— বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে। ড. ইউনুস, যিনি সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত, তার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর এই বৈঠকটি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করতে পারে।

বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের এই উদ্যোগকে আঞ্চলিক কূটনীতিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরমধ্যে জানা গেল, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর চীনে ড. ইউনূসের প্রথম সফর এটি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.