দীর্ঘ ৩৬ বছর পুলিশে চাকরি শেষে অবসরকালীন ছুটিতে গেছেন রায়পুর উপজেলার চরবংশী গ্রামের পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম। আর তার বিদায় বেলাটি চিরস্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় বাহিনীটি।
অবসরে যাওয়া পুলিশের সাবেক এ কনস্টেবলকে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ৩৬ বছর কর্মজীবন শেষে অবসরকালীন এমন আয়োজনে মুগ্ধ তিনি।
শনিবার (৩০ জুলাই) বিকালে জেলা পুলিশ লাইন্সে ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়। পরে তাকে রায়পুর উপজেলার চরবংশী গ্রামের বাড়িতে সুসজ্জিত গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল রফিকুল ইসলাম বিদায় বেলায় তার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সবার কাছে দোয়া চেয়ে তিনি কর্মজীবন থেকে ছুটি নেন। এসময় সবাই তার সুস্বাস্থ্য কামনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ৩৬ বছর তিনি পুলিশ বাহিনীতে ভূমিকা রেখেছেন। আমাদের সকল সাফল্যে তারও অংশীদারিত্ব রয়েছে। এজন্য বিদায় বেলা তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।