খ্রিষ্টীয় বছর ২০২৩ তার সমাপ্তির চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে। অনেক পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প নিয়ে আজকের সূর্যাস্তের পর শুধুই স্মৃতির ডায়েরি হবে সে। আগামীকালের ভোর পৃথিবীর কাছে নতুন বছর ২০২৪ এর সুবাস নিয়ে হাজির হবে। বিশ্বের মানুষের কামনায় রবে শুধুই সুন্দর আগামীর স্বপ্ন। তবু বারবার ২০২৩-এর দিকে ফিরে তাকাবে স্মৃতিকাতর হয়ে।
বিদায়ি বছর সবার জীবনে বিশেষ গুরুত্ব রাখে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৩ একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে বছরটি।