মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগের বিজবাগ ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন ( কাজল):পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৮নং বিজবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে (১৮০০) দুস্হ-অসহায় ও সমাজে পিছিয়ে পড়া মানুষের মাঝে- ৮নং বিজবাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল এর পক্ষ থেকে ঈদ উপহার, শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।