বিকেলে বৈঠকে বসছেন হাসিনা-মোদি

শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে নয়া দিল্লিতে বৈঠকে বসছেন। বৈঠকে তিস্তাসহ গুরত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকালে দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠককালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে থাকবে- কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের সাধারণ নাগরিকদের লেনদেন সহজিকরণ। এছাড়া দুইটি প্রকল্প উদ্বোধন হতে পারে।

শেখ হাসিনা-মোদির বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমাদের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে। এগুলো সবগুলো নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানি, এনার্জি সিকিউরিটি ও ফুড সিকিউরিটি নিয়েও আলাপ হবে।

মাসুদ বিন মোমেন আরও জানান, দুই দেশের মধ্যে এখন প্রচুর প্রজেক্টও আছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। তবে পুরো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ  করার সুযোগ হবে না। তারপরেও যত গুরত্বপূর্ণ ইস্যু আছে, সেগুলো নিয়ে আলাপ হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.