নিজস্ব প্রতিবেদক:
মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সদর উপজেলা পূর্ব শাখার ত্রি- বার্ষিক সম্মেলন যাদৈয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শাখার সদ্য নির্বাচিত সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুর রহমান এর উপস্থাপনায় এবং সদর উপজেলা (পূর্ব) সভাপতি কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন :বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার যুগ্ম সাধারন হাবিবুর রহমান ও কামাল উদ্দিন,সহ- সাধারন সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল,সহ- সাংগঠনিক সম্পাদক জনাব এস এম সালাউদ্দিন,অর্থ সম্পাদক শাহাদাত উল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন,মহিলা সম্পাদক হাসিনা আক্তার,প্রচার সম্পাদক, ফিরোজ কবির, গন সংযোগ বিষায়ক সম্পাদক, খোরশেদ আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, সদর উপজেলা (পূর্ব) শাখার সভাপতি,কামাল হোসেন ভূঁইয়া, সদর উপজেলা পশ্চিমের সভাপতি শাহেদ আকরাম হোসেন পিন্টু এবং সাধারন সম্পাদক জামাল হোসেন।
রামগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রব ও সাধারন সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী,রামগতি উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন,সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন,কমলনগর উপজেলা সভাপতি মাস্টার আবুল কাশেম, সভায় আগামী তিন বছরের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক কামাল হোসেন ভূঁইয়াকে সভাপতি এবং মান্দারী ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক ফিরোজ কবিরকে সাধারন সম্পাদক, সাজ্জাদুর রহমানকে সিনিয়র সহ সভাপতি করে ৩৫ সদস্য বিশিষ্ট সদর পূর্ব উপজেলা শাখার নতুন উপজেলা কমিটি ঘোষনা করেন জেলা সভাপতি মোহাম্মদ আলী ও জেলা সাধারন সম্পাদক ফিরোজ আলম।
সম্মেলনে বক্তারা মাদ্রাসার সাথে স্কুল -কলেজের বৈষম্য দূরকরণ এবং মাদ্রাসাসহ অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।