ফিরোজ আলম:
২৯ জুলাই,২০২২ ইং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) নোয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ।
শুক্রবার সকাল সাড়ে দশটায় নোয়াখালী বিআরডিবি হলরুমে বিএমজিটি এ নোয়াখালী জেলা আহ্বায়ক আতিক উল্ল্যার সভাপতিত্বে এবং কামরুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, জাতীয় শিক্ষক নেতা,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণট্রাস্টের সদস্য হারুন অর রশিদ,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মো: শান্ত ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির মেম্বারদের মধ্যে ফখরুল ইসলাম,কে এম শামীম , ফিরোজ আলম, মেহেদী হাসান সরকার ও এলিন তালুকদার ও বাসাসের যুগ্ম মহাসচিব সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী ।
এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলী ও কামরুন নাহার,যুগ্ম মহাসচিব মেহেদী হাসান ও জহুরুল হক,আইসিটি বিষায়ক সম্পাদক ছালেহ উদ্দিন,শিক্ষক প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ইউসুফ ভূইয়া, প্রচার সম্পাদক জসিম,সহ প্রচার সম্পাদক ফিরোজ কবির,সাহিত্য সম্পাদক আযহারুল ইসলাম মুক্তার,নারায়নগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের প্রত্যক্ষ কন্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য সহকারি অধ্যাপক মো: জহিরুল হককে নোয়াখালী জেলা সভাপতি, কামরুন নাহারকে সিনি: সহ সভাপতি, ছালেহ উদ্দিনকে সাধারন সম্পাদক ,মো: এমদাদ উল্যাহকে যুগ্ম সাধারন সম্পাদক এবং মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যর কমিটি ঘোষনা করা হয়।
এসময় বক্তারা সাম্প্রতিককালে সংগঠিত শিক্ষক হত্যার এবং দেশ জুড়ে শিক্ষক নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করন,শতভাগ উৎসব ভাতা,বাড়ি ভাড়া এবং মাদ্রাসার সকল প্রকার বৈষম্য নিরসনের উপর জোর দেন। সম্মেলনে বক্তারা শিক্ষকদের নিরাপত্তায় আইন করার জোরালো দাবি জানিয়েছেন সরকারের কাছে। এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, দেশে শিক্ষকদের উপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে ।এ গুলো কোন ভাবেই মেনে নেয়া যায় না ।
এভাবে চলতে থাকলে শিক্ষকেরা মনোবল হারিয়ে শিক্ষা কার্যক্রম থেকে দুরে সরে যাবে । শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ।তখন এর দায় সরকারকেই নিতে হবে । তাই শিক্ষকদের নিরাপত্তায় শিক্ষা আইনের বিকল্প নেই । প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম বলেন , মাদরাসা জনবল কাঠামো ও নীতিমালা দ্রুত সংশোধন করে মাদরাসা প্রভাষকদের ৫০% সহকারী অধ্যাপক ও ১৬ বছর পর সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ।
সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম সকল প্রকার বৈষম্য দূর করে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন।
সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ঐক্যবদ্ধ জোরালো আন্দোলনের মাধ্যমে সরকারের নিকট দাবি বাস্তবায়নের তাগিদ দেন। বাসাস নেতা সাংবাদিক মনিরুজ্জামান শিক্ষকদের হারানো সন্মান ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের নিকট জোরালো দাবী জানান। পরিশেষে মহান স্রষ্ট্রার কাছে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।