আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতাদের কারামুক্তির দাবীতে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের মৌলভীবাজার এলাকায় এ বিক্ষোভ করে দলটি।
উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মিছিলটি পৌর মৌলভীবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নন্দনপুর চৌরাস্তায় এসে শেষ হয়। এসময় দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে স্লোগান দেয় নেতাকর্মীরা।
সূত্রে জানা যায়, পুলিশের করা পৃথক দুই মামলায় লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। পরে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানীসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাহীন আলম মুন্না, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির সাদ্দামসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা প্রমূখ।