বিএনপিকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

শেয়ার

বিএনপি ক্ষমতায় এলে পেট্রলবোমা ফাটিয়ে মানুষ মারে, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে করোনার টিকা দিয়ে বাঁচায়।

বিএনপি দেশে কোনো উন্নয়ন করে নাই, তারা ষড়যন্ত্র আর অপ্রচার নিয়ে ব্যস্ত থাকে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনতে হবে। মানিকগঞ্জের সাটুরিয়ায় চারটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে বলেই বারবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন, উন্নয়নের ধারা অব্যাহত আছে। শেখ হাসিনা আছেন বিধায়, দেশে খাদ্যের অভাব নাই। তিনি আছেন বিধায় আমরা রাস্তা পেয়েছি, ব্রিজ পেয়েছি, শেখ হাসিনা আছেন বিধায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়, শেখ হাসিনা আছেন বিধায় পদ্মা সেতু হয়েছে, মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। সাটুরিয়া-গোলড়া সড়কে একসঙ্গে সাতটি ব্রিজ হয়েছে। মানিকগঞ্জে ধলেশ্বরী ব্রিজ, কালিগ্গং ব্রিজ, সাটুরিয়ায় ম্যাডস স্থাপন, এমনকি ফায়ার সার্ভিস নির্মাণ হয়েছে।

সবাইকে আগামীতে ফের নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে মন্ত্রী স্বপন আরও বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সাটুরিয়া আমার মায়ের দেশ। আপনাদের মাঝে আমি আমার মাকে দেখতে পাই, বাবাকে দেখতে পাই। আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার সদর ইউনিয়ন, বালিয়াটি ইউনিয়ন, হরগজ ইউনিয়ন ও ফুকুরহাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও শারমিন আরা, বাবু সুদেপ কুমার সাহা, বাবুল সরকার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, আনোয়ার হোসেন পিন্টু, মো. রুহুল আমীন, আমজাদ হোসেন লাল মিয়া, যুবলীগ নেতা আ. খালেক প্রমুখ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.