বিএনপিকে ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার

বিএনপির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান। নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনাদের (বিএনপি) নির্বাচনে আসতে হবে।’

আজ রবিবার রাজধানীর ফার্মগেটে ফুট ওভারব্রিজ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনাদের অপকর্মের কথা জনগণ ভোলে নাই। জনগণের কাছে ক্ষমা চান। তারা (জনগণ) ক্ষমা করলে আবার হয়ত ভোট পাবেন।’

তিনি বলেন, ‘ঢাকাকে যানজটমুক্ত করার চেষ্টা চলছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার প্রমাণ। দেশনেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন। সেই কথা তিনি রেখেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। শুধু ঢাকা নয়, সারাদেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। যারা এই উন্নয়ন দেখেন না, আবোল তাবোল কথা বলছেন। তাদের উদ্দেশ্য বলবো, এই সমস্ত উদ্ভট কথা ভুলে গিয়ে, দেশের কথা বলেন। উন্নয়নের কথা ভাবেন।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.