বানিয়াচং থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীসহ ৮ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, (১৩ জুলাই) বুধবার বিকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ এমরান হোসেনের নির্দেশে অত্র থানায় কর্মরত এসআই সবুজ কুমার নাইডু’র সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জালাল মিয়া(৩৫) কে গ্রেপ্তার করা হয়।

আসামি উপজেলার দৌলতপুর পশ্চিম পাড়ার মোঃ সুলোমান মিয়ার ছেলে। এসময় শাখাইতি এলাকায় অভিযান পরিচালনা করে ১(এক) কেজি ৮০০(আটশত) গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া (১৩ জুলাই) দিবাগত রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মকলিছ মিয়া(২৮) পিতা-ইলিয়াছ মিয়া, গ্রাম-খাগছিড়ি (পাইকপাড়া), ছায়েব আলী(৩৫) পিতা-সঞ্জব আলী, মিদুল মিয়া(২৯), পিতা-ছায়েব আলী, বুলবুল মিয়া(৩৫), পিতা-মৃত ওয়াব আলী, ৬। কুলসুমা বেগম(৩০), স্বামী-বুলবুল মিয়া, নুরজাহান বেগম(২৫), স্বামী-শফিক আলী, মাহমুদা বেগম(৩০),স্বামী-ছায়ে­ব আলী, (তাঁরা উপজেলা সদরের যাত্রাপাশার বাসিন্দা) আসামিদের গ্রেপ্তার করা হয়েছে ।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ এমরান হোসেন বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.