বানিয়াচংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ব্যাবসা প্রতিষ্ঠান কে অর্থদণ্ড

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার পণ্য উৎপাদন ও ভোক্তা অধিকার আইনে বানিয়াচংয়ের দুটি ব্যাবসা প্রতিষ্ঠান কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
মংগলবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং নতুন বাজারে মেঘনা বেকারি কে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন করায় ও আব্দুর নুর স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়েছে।
এছাড়া শাক-সবজির বাজার,ফলের দোকান এবং মুদি দোকান গুলোতে দ্রব্য মূল্য সহনীয় পর্যায় রাখতে এবং ভেজাল মিশ্রণরোধ মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.