বানিয়াচংয়ে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমান বানিয়াচংয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার(৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো: মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।

বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক আশিকুল ইসলাম,আতাউর রহমান,আকিকুর রহমান রুমন ,তাপস হোম,আক্তার হোসেন আলহাদী,আল আমিন খান,এনায়েত হোসেন,সুজন মিয়া,আজমল হোসেন খান, মুজিবুর রহমান, নূরুল ইসলাম প্রমূখ।

নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমান গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন,রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।

আপনারা আছেন বলেই সমাজের নানান অসঙ্গতি ও অনিয়মের কথা আমরা জানতে পারি।
পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির চিত্র এবং পজিটিভ চিত্রও দেখতে পাই।

ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ পদন্নোতিজনিত বদলির কারণে ২ অক্টোবর নতুন ইউএনও মোঃ মাহবুবুর রহমান বানিয়াচং উপজেলায় যোগদান করেছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.