বানিয়াচংয়ে খেলোয়াড় কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

শেয়ার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি:
বানিয়াচংয়ে বিভিন্ন ইভেন্টের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে খেলোয়াড় কল্যাণ সমিতির আত্মপ্রকাশ ঘটেছে।

এ উপলক্ষে সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং বক্সিং একাডেমির প্রশিক্ষক উস্তাদ জুয়েল রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন ফুটবলার ও ভলিবল রেফারি শেখ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এথলেটিক্স প্রশিক্ষক সাহেদ মিয়া ,আবু সুফিয়ান ঠাকুর, সাবেক ক্রিকেটার কাউছার আহমেদ শিহাব, সাবেক ফুটবলার আহমেদ উজ্জ্বল, লাভলী সুলতানা মনি,আকিকুর রহমান রুমন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে উস্তাদ জুয়েল রহমান কে আহবায়ক ও শেখ জিতুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বানিয়াচং খেলোয়াড় কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সাবেক ফুটবলার ডা: আশিকুল মোহিত খান, সাহেদ মিয়া, আবু সুফিয়ান,শুক্কুর আলী, শিপন মিয়া প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.