সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে বাংলা ভিশন কুরআনের আলো প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় ইয়েস কার্ড পেলেন ৫ হাফেজ। তারা হলেন হাফেজ মোঃ আব্দুল্লাহ আল সাকিব, মোঃ আবু সায়েদ মুরাদ, মোঃ আব্দুর রশিদ, মোঃ ইশতিয়াক, মোঃ মারফুল ইসলাম।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে এই প্রতিযোগিতা শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত পবিত্র কোরআনের আলো সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভুতা জামিয়া মাদানিয়া মাদ্রাসার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলা ভিশনের এই অডিশন রাউন্ড অনুষ্ঠানে কোরআন পাখিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এতে সভাপতিত্ব করেন শুভ রাহিম ও জামিয়ার সভাপতি সোহাগুর রহমান শুভ এবং সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি ইসমাইল সিদ্দিক। এইসময়ে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হোসাইন আহমেদ ও কারী ইয়াকুব আলী সহ প্রমুখ।
বিচারকরা বলেন, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্ররা রেজিষ্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রায় ৪০ টা মাদ্রাসা এসেছে। আমরা প্রচার প্রসারের জন্য কাজ করেছি। আমরা প্রতিবছর এই আয়োজন করে থেকে, প্রথমে প্রতিটি জেলায় সেখান থেকে বাচাই করে বিভাগীয় পর্যায় পরে ঢাকায় রমজান মাসে মূল পর্ব অনুষ্ঠিত হয়।