বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

শেয়ার

টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন বাংলাদেশ। শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান সব জায়গায়ই অনেকটা পিছিয়ে টাইগাররা।

তবে গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আত্মবিশ্বাসী টাইগারদের সামনে এবার প্রোটিয়া বধের সুযোগ। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে এই ম্যাচটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। সেই চোট কাটিয়ে আজ অনুশীলনে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিট শরিফুলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। শরিফুল দলে ফিরলে একাদশে জায়গা হারাতে পারেন তানজিম হাসান সাকিব। গত ম্যাচে ভালো পারফর্ম করেও জায়গা ছেড়ে দিতে হতে পারে এই ডানহাতি পেসারকে। এদিকে সৌম্য সরকার লম্বা সময় ধরে অফ ফর্মে আছেন। তারপরও তার ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই আজকেও একাদশে থাকতে পারেন এই ওপেনার। এদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই। গত দুই ম্যাচে টানা জয় পেয়েছে তারা। আজকের ম্যাচেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে প্রোটিয়ারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ– ডি কক, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, ক্রিস্ট্রিয়ান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ওটনিল বার্টম্যান, আনরিখ নরকিয়ে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.