তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। হয়তো চিনতে কিছুটা সমস্যা হচ্ছে। যদি এভাবে বলা হয়―কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট আসছেন, তাহলে সবাই চিনবেন। কেননা, সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে।
বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।
জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।