কয়েকদিন আগে বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। তবে ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে রাজনৈতিক কোন কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ করা হয়নি। শ্রমবাজার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের নিয়মিত সমীক্ষা ও পর্যালোচনা করতেই ওমান সরকার ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
বৃহস্পতিবারের (২ নভেম্বর) বিবৃতিতে বলা হয়েছে, ভিসা স্থগিতের সিদ্ধান্তটি শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে। এটি একটি সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। এই পর্যালোচনার মাধ্যমে বিদেশি শ্রমিকরা যাতে অনুমোদিত কাজে নিয়োগ লাভ করে এবং ছাটাই হওয়া শ্রমিকদের বিষয়টি যাতে সমাধান করা যায়।
এতে শ্রমিক এবং মালিকদের অধিকার সুরক্ষিত হবে বলে উল্লেখ করা হয়েছে। পর্যালোচনা শেষে শিগগিরই আবারো ভিসা প্রদান শুরু হবে বলে বিবৃতিতে জানান হয়েছে।