এশিয়া কাপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া টাইগারদের প্রতিপক্ষ এখনো পর্যন্ত অপরাজেয় ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে সাকিব-হৃদয়ের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানে থেমেছে টাইগাররা। সে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অভিষিক্ত তানজিম হাসান সাকিবের ঝড়ে টপ অর্ডার দুই উইকেট হারায় ভারত। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শুভমান গিলের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে ভারত। সঙ্গে যোগ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। এবার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৪১ রান। গিল ৭৫ আর জাদেজা ১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরান তানজিম হাসান সাকিব। শূন্য রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ভারতের অধিনায়ক। দ্বিতীয় উইকেটে মাঠে নামেন ভারতের দলে অভিষেক হওয়া তিলক ভার্মা। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেতে।