লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সমাজকর্মী ও এনজিও কর্মীরা অংশ গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রফেসর নুরুলহুদা বকুল, সহ-সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমূখ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত
Array
