বরগুনা প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলা ও সভাপতিকে অপহরণের চেষ্টা

শেয়ার

মইনুল আবেদিন খান সুমন বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনায় প্রেসক্লাবে বহিরাগত ঢুকে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক সাংবাদিকদের হামলা চলিয়ে গুরুতর আহত করেছে। এসময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সোহেল হাফিজকে হামলার পর অপহরণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে দ্রুত প্রেসক্লাবে এসে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বশিরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উদ্ধার করেন।

গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল এগারোটার দিকে বরগুনা প্রেসক্লাবে এই হামলার ঘটনা ঘটে। এসময় হামলায় শিকার প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে সময় টেলিভিশনের বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ, জমুনা টিভির বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, সংবাদ প্রকাশের বরগুনা প্রতিনিধি কাসেম হাওলাদার, আজকের দর্পণ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি অলিউল্লাহ্ ইমরান, রিপোর্ট একাত্তরের, বরগুনা প্রতিনিধি সোহাগ হাওলাদার, এটিএন নিউজের চিত্র সাংবাদিক মোঃ ইয়াকুব হোসেন সহ অনেকে আহত হয়েছে।

ঘটনার পরপরই বরগুনা প্রেসক্লাব পরিদর্শন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন, বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর এবং বরগুনা পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ।

বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু জানান, মুশফিক আরিফ ও মিজানের নেতৃত্বে রিংকু ও একজন বিতর্কিত ইউপি সদস্য মাসুদ তালুকদার , দিকে বরগুনা প্রেসক্লাবে হামলা চালায় ৩০-৪০ জনের একটি দল কু উদ্দেশ্য নিয়ে প্রেসক্লাবে ঢুকে। এসময় বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সোহেল হাফিজসহ একাধিক সদস্যকে লাঞ্ছিত করে তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেসক্লাব থেকে চলে যাওয়ার সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতিকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এসময় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও গোয়েন্দা পুলিশের ওসি মোঃ বশিরুল আলম ঘটনাস্থলে উপস্থিত হলে প্রেসক্লাব ত্যাগ করে বহিরাগত অনেক সন্ত্রাসীরা।

মালেক মিঠু আরও জানান, এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুরো ঘটনা অবগত আছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল হাফিজ বলেন, বরগুনা প্রেসক্লাবের অধিকাংশ সদস্যরা দেশের বাহিরে শিক্ষা সফরে থাকায় এমন মূহুর্তে প্রেসক্লাব লোক শূন্য থাকায় এ সুযোগে মুশফিক আরিফ ও মিজানের নেতৃত্বে দলবল নিয়ে প্রেসক্লাবে ঢুকে হামলা চালিয়ে আমাকে সহ একাধিক সাংবাদিকদের লাঞ্ছিত ও আহত করেছে! এঘটনার পর আমাদের সদস্যরা দেশের বাহির থেকে বরগুনা ফিরে আসতেছে এবং এঘটনায় আমরা প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ বলেন, বরগুনার এমন একটি যায়গা যে যায়গাটিতে এসে মানুষের সর্বশেষ আস্থাস্থল সেই যায়গায় এটা কাম্য ছিল না! তবে যারা ঘটিয়েছে তাদের প্রতি নিন্দা জানাই! প্রেসক্লাবের প্রবীণ নেতৃবৃন্দরা আসার পরে যেই সিধান্ত গ্রহণ করবে,সেই অনুপাতে যদি আমাকে রাখার মনে করে তাহলে আমি থাকবো।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, আজকে প্রেসক্লাবে যা ঘটেছে এটা সত্যি আমদের সকল শ্রেনী ও পেশাজীবি মানুষকে আহত করার ঘটনা!

অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, প্রেসক্লাবের এই ঘটনার বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দ ইন্ডিয়া থেকে আসার পরে তারা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন।সেখানে আমাদের কোন সহোযোগিতা দরকার হলে আমরা প্রেসক্লাব ও জনমানুষের সার্থে পাশে থাকবো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.