মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের নিয়মিত সভা বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্তে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক চীত্ত রঞ্জন শীল,মো: হাসানুর রহমান ঝন্টু,মো: মোশাররফ হোসেন, জাফর হোসেন হাওলাদার ,অ্যাডভোকেট সোহেল হাফিজ, ইমাম হাসান নাহিদ, মিজানুর রহমান ডাব্লিউ, সুমন শিকদার, শাহ অলী প্রমুখ।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক চীত্ত রঞ্জন শীল (দৈনিক সংবাদ), মইনুল আবেদীন খান সুমন (দৈনিক ইত্তেফাক ও পল্লী নিউজ)ও সানাউল্লাহ রিয়াদ (দৈনিক আমার সময় ও স্বাধীন বানী) কে সদস্য পদ প্রদান করা হয়। জেলায় কর্মরত সকল পেশাদার সংবাদিকদের সুরক্ষা ও উপজেলার আহবায়ক কমিটিগুলোকে দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভা পরিচালনা করেন বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু।